Monday, February 20, 2012

একুশের প্রত্যয় : সর্বস্তরে নিশ্চিত হোক বাংলার ব্যবহার ।


অমর একুশে আজ । বায়ান্ন’র ভাষা আন্দোলনের রক্তস্নাত মহান শহীদদের স্মৃতিবিজড়িত ভাষা দিবস । স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের প্রথম বীজটি রোপিত হয় এই দিন ভাষার প্রতি মমত্ববোধ থেকেই । আমি আজ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি সেসব শহীদদের আত্মবলিদান ।
ভাষার জন্য লড়াই, আত্মোত্সর্গ পৃথিবীর ইতিহাসে বিরল । আর এ লড়াইয়ের মধ্যেই বাঙালি জাতিসত্তার স্বরূপ উদঘাটিত হয় স্বতন্ত্র মাহাত্ম্যে, ভিন্ন উচ্চতায় । আমাদের সার্বিক বিজয়ের সূতিকাগার এই একুশ । তাই একুশ শুধু উদযাপনের বিষয় নয় ।
আমাদের ভাষা শহীদদের আত্মদানের গৌরবগাথা আজ শুধু স্বাধীন বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্ববাসীর কাছেও দেশটি দিবসটি হিসেবে ঘোষণা দিয়ে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসকে ছড়িয়ে দিয়েছে বিশ্বব্যাপী । একুশের চেতনায়, এর তাত্পর্যে সব ভাষাভাষী মানুষ আজ আন্দোলিত-আলোড়িত । সারা বিশ্বের প্রায় ছয় হাজার ভাষায় কথা বলা মানুষ যখন আমাদের ভাষা দিবসকে তাদেরও মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, তখন বাংলাদেশী হিসেবে এক অনির্বচনীয় গর্বে ভরে ওঠে বুক । একুশ সবার নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার তাগিদও সৃষ্টি করে ।
এতকিছুর পরও সেই পুরনো প্রশ্ন থেকেই যায় । আমরা কি মাতৃভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দিতে পেরেছি? নাকি বিগত ৬০ বছর ধরে কেবল মুড়িয়ে রেখেছি বিভিন্ন আনুষ্ঠানিকতায়? ভাষা সৈনিকদের প্রতি যথাযথ সম্মান দেখাতে পেরেছি কি? ভাষা আন্দোলনের প্রাণ পুরুষ আজ নির্যাতিত; কারাগারের বন্দীদশায় রেষারেষির রাজনীতির যাঁতাকলে পিষ্ঠ । (হে একুশের মহান ভাষা সৈনিক ! তোমাদের এ ঋণ কোনোদিন শোধ হবেনা । আমরা পারিনি তোমাদের মর্যাদার পংক্তিতে আসীন করতে । আমাদের এ অক্ষমার্হ্য ত্রুটি নিজগুনে ক্ষমা করে দিও ।) ভাষা আন্দোলনের চেতনায় কতটা সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা, তা নিয়ে আজও প্রতীক্ষার শেষ হয়নি । স্বাধীনতা অর্জনের ৪০ বছর অতিক্রান্ত হলেও সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বত্র বাংলা ভাষার প্রচলন ঘটেনি—যেমন হওয়ার কথা ছিল । আমাদের সাহিত্যচর্চা এগিয়েছে—এ বিবেচনায় বাংলা চর্চা পিছিয়ে নেই । কিন্তু সুনির্দিষ্ট এবং সর্বজনগ্রাহ্য একটি বাংলা বানানরীতি এখনও যেন সোনার হরিণ হয়ে আছে । বাংলা একাডেমীর মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বানানরীতি অনুসরণের জন্য সর্বজনগ্রাহ্য অভিধানের অভাব এখনও অনুভূত । এটি একটি বিভ্রান্তিকর পরিস্থিতি বললে অত্যুক্তি হবে না । এমনকি বাংলা একাডেমী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ইসলামিক ফাউন্ডেশনের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো মেনে চলছে না অভিন্ন বানানরীতি । ফলে বানানের ক্ষেত্রে বিরাজ করছে এক গোলমেলে অবস্থা । বাংলায় সাইনবোর্ড লেখার আইনগত বাধ্যবাধকতা থাকলেও সর্বত্রই তা উপেক্ষিত । শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ বাংলায় কথা বলার অনুশীলন দেখা যায় না । পারিবারিক মনোযোগও এক্ষেত্রে উত্সাহব্যঞ্জক নয় ।
বাংলার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার ক্ষেত্রেও আমরা পিছিয়ে আছি । বাংলা ভাষার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে বিশ্বের বিভিন্ন ভাষা আয়ত্ত করাও সময়ের দাবি । কিন্তু মাতৃভাষাকে অবহেলা করে তা মোটেই সম্ভব নয় । অথচ ক্রমেই এ প্রবণতা বাড়ছে । অন্যান্য ভাষায় লিখিত অনুবাদের ক্ষেত্রে এটি এক বড় সীমাবদ্ধতা হিসেবেই আমাদের সামনে আসে । মাতৃভাষাকে সমৃদ্ধ করার বিষয় নিয়ে বিস্তর গবেষণা দরকার । দুঃখজনকভাবে তা হচ্ছে না । এ অবস্থায় বছর বছর আনুষ্ঠানিকভাবে পদক ও পুরস্কার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার নিশ্চয়তা বহন করে না ।
ভাষা আন্দোলন ও শহীদ দিবস উদযাপন আনুষ্ঠানিকতার মোড়কে বন্দী করে রাখা একুশের চেতনার অনুগামী নয় । সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমেই একুশ উদযাপনের মাহাত্ম্যকে রূপায়িত করা সম্ভব । সে সঙ্গেই বিলুপ্তির পথে ধাবমান ছোট ছোট নৃগোষ্ঠীর ভাষাগুলোকেও টিকিয়ে রাখার দায় আমরা এড়াতে পারি না । বাংলা বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা । নিবিড় চর্চায় ক্রমাগত উত্কর্ষ সাধনের মাধ্যমে এর যথাযথ বিকাশ নিশ্চিত করার মধ্য দিয়ে ভাষা শহীদদের আত্মদান সার্থক করে তোলা সম্ভব । পরিশেষে নজরুলের ভাষায় বলবো-
        "রক্ত ঝরাতে পারিনাতো একা
         তাই লিখে যাই এ রক্ত লেখা ।"

Saturday, January 21, 2012

আমার বিপন্ন স্বাধীনতা নীরবে-নিভৃতে কাঁদে...।

আমরা স্বাধীনতা...স্বাধীনতা বলে চিৎকার করি ,অথচ রাজনীতির মারপ্যাঁচে বিভক্ত করি আমাদের জাতিস্বত্বা , জাতীয় স্বার্থ, বিনষ্ট করি আমাদের জাতীয় ঐক্য, সংহতি ও সামগ্রিক ভবিষ্যৎ কল্যাণ । সামগ্রিক মুক্তি না আসা পর্যন্ত আমাদের স্বাধীনতা অরক্ষিত । ঘৃণা নয় , হিংসা নয়, বিভক্তি নয়, রাজনীতি নয়- চাই জাতীয় ঐক্য , চাই সামগ্রিক মুক্তি, চাই প্রকৃত স্বাধীনতা । আমাদের জীবন যেখানে প্রতিনিয়ত বিপন্ন অমানবিক হিংস্রতা ও নিরাপত্তাহীনতায় , দেশের ভেতরে কিংবা বাইরে- আমাদের দাঁড়াতে হবে মাথা উঁচু করে সামগ্রিক মুক্তির লক্ষ্যে - যাতে আমাদের ব্যক্তি ও সামগ্রিক স্বাধীনতা ব্যাহত না হয় । বারবার হিংস্র BSF (Border Security Forces) নির্যাতনের চিত্র কোন বিচ্ছিন্ন ঘটনা নয় । আমরা নির্যাতিত প্রতিদিন , প্রতিনিয়ত , সেই সুদীর্ঘকাল ধরে- ভেতরে কিংবা বাইরে । সামগ্রিক মুক্তি ছাড়া আমাদের জীবন ও স্বাধীনতা বিপন্ন ঐ BSF নির্যাতিত অসহায় মানুষটার মত । অথচ আমরা স্বাধীনতা...স্বাধীনতা বলে চিৎকার করি, রাজনীতি করি... আর আমার বিপন্ন স্বাধীনতা নীরবে-নিভৃতে কাঁদে...।
...সত্যিই সেলুকাস...!
রাজনীতির ময়দানে আমরা যাই বলিনা কেন আমাদের জাতীয় স্বার্থ রক্ষার্থে ঐক্যবদ্ধ হওয়া উচিত; বন্ধুপ্রতীম দেশ ভারত কর্তৃক সীমান্তে একের পর এক বাংলাদেশী হত্যা, পুশ-ইন,পুশ-ব্যাক আমরা আর নীরবে সহ্য করবনা । স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন--এই বোধোদয়টুকু আমাদের রাজনীতিবিদদের হওয়া উচিত । শুধুমাত্র ভারতীয় কর্তাবাবুদের মনোরঞ্জনের নিমিত্তে বোবা সেজে থাকার দরুণ সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে আমার বোন ফেলানীর লাশ কিন্তু কেন ?
আমাদের অতীত ইতিহাস বলে দেয় শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি । সুতরাং আমরা আন্তর্জাতিক পরিমন্ডলেও ভারতীয় ঘৃণ্য আচরণের মুখোশ খুলে ফেলবো । আমরা আমাদের অর্জিত স্বাধীনতাকে অরক্ষিত অবস্থায় দেখতে চাইনা; যা পরাধীনতার নামান্তর ।