Sunday, March 29, 2015

ক্ষমা করো আবু সাঈদ, ক্ষমা করো... ।

আগুনে পোড়ালে কিছু রাখে, মানুষে পোড়ালে কিছু রাখেনা। আমাদের এ সমাজ মানুষ নামক হায়েনাদের দ্বারা দগ্ধ। খাঁ খাঁ বিরানভূমি। নরপশুরা উন্মত্ত, পাশবিক, নিষ্ঠুর।

ক্ষমা করো আবু সাঈদ, ক্ষমা করো। নির্বাক শুন্য হৃদয়ে ভাষা নেই। তাই কবি হেলাল হাফিজ কে ধার করে বলি-

"জলের আগুনে পুড়ে হয়েছি কমল,
কী দিয়ে মুছবে বলো আগুনের জল।"